মোথাবাড়ি

রাজ্যে তালিবানি শাসন! গ্রামবাসীর সামনেই মহিলাকে লাঠিপেটার অভিযোগ

 

আরজিকর ঘটনার পর নারীদের নিরাপত্তা নিয়ে রাজ্যের শাসন ব্যবস্থায় হাজারো প্রশ্ন উঠেছে! আন্দোলনের ঝড় বয়ে চলেছে গোটা রাজ্যে। এই আবহেই এবারে তালিবানি শাসনের মতো পৈশাচিক ভাবে ভরা রাস্তায় ফেলে এক গৃহবধূকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল ছয় থেকে সাত জন ব্যক্তির বিরুদ্ধে। যদিও গোটা ঘটনায় দর্শকের ভূমিকায় ছিল প্রাণহীন গ্রামবাসী।

    গ্রামবাসীদের উপস্থিতিতেই ছয় থেকে সাত জন ব্যক্তি হাতে বাঁশ লাঠি শোটা নিয়ে এই মহিলাকে মাটিতে ফেলে পেটাচ্ছে। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও। স্বামীকে বাঁচাতে এগিয়ে আসাই তাকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ ওঠে। মালদার মোথাবাড়ি থানার চাঁনপুর এলাকার এই ঘটনায় ওই মহিলা প্যারী বিবি তার স্বামী বাবুল শেখ ও তাদের ১৬ বছরের এক মেয়ে আহত হয়েছে।

 

    জানা যায় তাদের বসত ভিটা দখল নিতে চাইছে স্থানীয় তাজামুল শেখ সহ বেশ কয়েকজন। এই ঘটনার প্রতিবাদ করায় দীর্ঘ কয়েক মাস ধরে এই বিবাদ। এই মর্মে গত পরশুদিন মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সোমবার ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে আসে মোথাবাড়ি থানার পুলিশ। এরপর মঙ্গলবার সকালে পুলিশকে কেন খবর দেওয়া হয়েছে ? এই নিয়ে লাঠি বাঁশ নিয়ে তেড়ে আসে তাজামুল শেখ সহ ছয় থেকে সাত জন ব্যক্তি। ব্যাপক হারে মারধর করা হয় বাবুল শেখ এবং তার পরিবারের সদস্যদের। ঠিক এমন সময় বাবুল শেখের স্ত্রী প্যারী বিবিকে কার্যত রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় আর সেই ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করল গ্রামবাসীরা। প্রতিবাদ করতে এগিয়ে আসলো না কেউ। আর এই ঘটনায় নারীদের নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ে।